স্টাফ রিপোর্টার
অদ্য ০১/০২/২০২৫ খ্রিঃ রোজ শনিবার ঝালকাঠি জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয় এর নির্দেশনায় ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম উদ্দিনের নের্তৃত্বে একটি টিম ঝালকাঠি পৌরসভার কৃষ্ণ কাটি সাকিনস্থ পেট্রোল পাম্প এলাকা হইতে আসামি নাহিদ খলিফা (২২) পিতা কামাল খলিফা সাং মির্জাপুর থানা ও জেলা ঝালকাঠি ,এ/পি তরকারি পট্টি ৮ নং ওয়ার্ড ,ঝালকাঠি পৌরসভা কে ২১৫ (দুইশত পনেরো) পিস অবৈধ মাদক পেথিডিন সহ গ্রেফতার করা হয়েছে।