ভারত-বাংলাদেশ সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে নদিয়ায় তিনটি বাঙ্কারের খোঁজ পায় বি-এসএফ
রিপোর্টার :
আপডেট সময় :
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
/
৮২
বার পঠিত
/
শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন....
স্টাফ রিপোর্টার
ভারত-বাংলাদেশ সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে নদিয়ায় তিনটি বাঙ্কারের খোঁজ পায় বি-এসএফ
পুলিশকে সঙ্গে নিয়ে তারা তল্লাশি করছিল। তখন তারা এই বাঙ্কার উদ্ধার করে। এছাড়া আরেকটি বা-ঙ্কার তৈরি করা হচ্ছিল।
সেখানে মেটাল শিটও নিয়ে যাওয়া হয়েছিল। এই বাঙ্কারে ধাতুর কাঠামোর মধ্যে ছিল ৬২ হাজার কাশির ওষুধ ফেন-সিডিলের বোতল। সী-মান্তের এত কাছে পুলিশ ও বিএস-এফের চোখ এড়িয়ে কী করে এই বা-ঙ্কার তৈরি হলো।