বোরহান উদ্দিন
জামালপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি রোজ শনিবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মাঝপাড়া গ্রামে ভেকু দিয়ে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিল। খবর পেয়ে বকসিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা আজ শনিবার দুপুরে বকসিগঞ্জ উপজেলার মাঝপাড়ায় গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, কয়েকদিন ধরে একটি চক্র বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া গ্রামে ভেকু মেশিন দিয়ে তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে করে মাটির ঊর্বরতা শক্তি নষ্ট ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়।
খবর পেয়ে ২৫ জানুুয়ারি দুপুরে কমিশনার (ভূমি) আসমা উল হুসনা মাঝপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ভেকু মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন। এ ব্যপারে অভিযান অব্যহত থাকবে বলে সাংবাদিকদের জানান।