সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা!

মানবপাচারকারী চক্রের সদস্য কামালকে গণপিটুনী দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

চায়না শেখ,

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য কামাল মাতুব্বরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আদালত চত্ত্বরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল মাতুব্বর ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কাদের মাতুব্বরের ছেলে। তার বিরুদ্ধে অর্ধশত মানুষের অভিযোগ রয়েছে।

মানবপাচারের ঘটনায় কামাল মাতুব্বরের বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে তদন্ত করছে সিআইডির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের বাসিন্দা রাজিব মাতুব্বর, নিজাম সরদার, তাইফুল, তারেক মাতুব্বর। তাদের সরাসরি ইতালী নেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে নেয়া হয় ১৩ লাখ টাকা করে। চুক্তি মোতাবেক টাকা দিলেও গত মার্চ মাসে ইতালীর পরিবর্তে সবাইকে নেয়া হয় লিবিয়ায়। সেখানে এই যুবকদের বিক্রি করে দেয়া হয় মাফিয়াদের কাছে। নির্যাতন করে প্রত্যেকের পরিবার থেকে আদায় করা হয় মুক্তিপনের লাখ লাখ টাকা।

কয়েক দফা টাকা দিয়ে কারো কারো মুক্তি হলেও অনেকের খোঁজও পাচ্ছে না পরিবার। এই ঘটনার বিচার অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ভুক্তভোগীদের অভিযোগ, মানবপাচারকারী চক্রের সদস্য পূর্ব কমলাপুর গ্রামের কামাল মাতুব্বর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

একদিকে ধারদেনা করে টাকা দিয়ে দিশেহারা পরিবার। অন্যদিকে আদরের সন্তানদের খোঁজ না পাওয়ায় পাগল প্রায় স্বজনরা। পরে বাধ্য হয়ে ডাসার থানা ও আদালতে একাধিক মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে আদালতে আসেন প্রধান অভিযুক্ত কামাল। পরে বাদীপক্ষকে হামলা চালালে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ