বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য সুমন কুমার রায়কে কুপিয়েছে দুর্বৃত্তরা। করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করেছে বেতাগী থানার পুলিশ।
(২১ জানুয়ারি) দুপুর দেরটার দিকে কুমড়াখালী বাজারে খলিলের চায়ের দোকানে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কুমড়াখালী বাজারে খলিলের চায়ের দোকানে সুমন রায় কলা কিনতে আসে এসময় জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করিম এর ছেলে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু ছালেহ ও কুমড়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুব্রত রায়ের ভাইয়ের ছেলে শুভ রায়সহ ৭/৮ জনে মিলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সুমন রায়কে
এর পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানায়, রাজনীতি ও নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটিয়েছে।
সুমন রায়ের অবস্থা বর্তমানে আশঙ্কাজন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান,ঘটনা শোনার সাথে সাথেই আমি ঘটনাস্থলে গিয়েছি এবং করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করা হয়েছে। এব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সে যেই দলেরই লোক হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না।মামলার প্রস্তুতি চলছে।