সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা!

১৮টি চোরাই মোবাইল ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ শামিম আহমেদ
    স্টাফ রিপোর্টার
রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা হতে ১৮টি চোরাই মোবাইল ফোনসেটসহ মোবাইল চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ আলী (৪২)।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি ২০২৫ খ্রি) দুপুর ১২:৪০ ঘটিকায় পল্লবী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ জানুয়ারি ২০২৪ খ্রি.) পল্লবী থানা এলাকায় মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার অভিযান পরিচালনাকালে পল্লবী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,পল্লবী থানার সেকশন-১১, ব্লক সি, রোড-১০ এর একটি বাসায় চোরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত বাসায় দুপুর আনুমানিক ১২: ৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলীকে গ্রেফতার করে থানার টিম।
এ সময় তার হেফাজত হতে ১৮টি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় পল্লবী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী মোবাইল ফোন চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্য। সে ও চক্রের অন্যান্য সদস্যরা দেশের বিভিন্ন স্থান হতে মোবাইল ফোন চোরদের নিকট হতে চোরাই মোবাইল ফোনসেট কমদামে সংগ্রহ করে পল্লবী থানা এলাকাসহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের মূলহোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ