রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা! মাদারীপুরে সাংবাদিক মোঃ মোহাম্মদ এমদাদুল হক এর পিতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ পরিদর্শন জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রবাসীর গাছ কেটে ফেললেন দুর্বৃত্তরা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ

মাদারীপুরে ইতালি প্রবাসীর গাছ কেটে ফেলছেন দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় প্রবাসীর বাগান বাড়ির আম, পেঁপে, কলা গাছ সহ বিভিন্ন প্রজাতির ৬০টি গাছ কেটে ফেলছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, ১০০নং মধ্যচক মৌজার বিআরএস ২৪০নং খতিয়ান, ১৪৯নং দাগে ক্রয়সূত্রে পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার মৃত মোঃ সামছুল হকের ছেলে ইতালি প্রবাসী ওবাইদুল হক বাগান বাড়ি করেন।

বাগান বাড়ি পরিচর্যা নিয়মিত করতেন কেয়ারটেকার রেজাউল বেপারী। তিনি হঠাৎ শনিবার দুপুরে গিয়ে দেখেন প্রায় ৬০টি গাছ কেটে ফেলেছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন কেয়ারটেকার রেজাউল বেপারী।  রেজাউল বেপারী বলেন, এই গাছ গুলো শনিবার রাতে কে বা কাহারা কেটে ফেলেছে তা আমি জানি না। যারা এই গাছগুলো কাটছে, সরকারের কাছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। প্রবাসী ওবায়দুল হক বলেন, আমার বাগান বাড়ির দুষ্কৃতিকারীরা ৫০-৬০টি কাছ কেটে ফেলছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এই গাছগুলো কেটে ফেলা, এটা একটি জঘন্যতম অপরাধ। সরকারের কাছে এই জঘন্যতম অপরাধের বিচার চাই।

 

স্থানীয় ইউপি সদস্য দবির মালোত বলেন, এই গাছগুলো যারা কেটেছে। তারা অত্যান্ত ঘৃনিত কাজ করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাই। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামনু বলেন, এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্থানীয় কৃষকদের হুমকি ধামকি দিয়ে পান্নু মালোত এবং তাঁর ছেলে রাজিব মালোত সরকারি হালট দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা করে। ইউএনও বরাবর আবেদন দিষেও হালট ব্যবহার করে রাস্তা নির্মাণ করতে পারে নাই। এদিকে ওবায়দুল হক আপত্তি দিলে ইউএনও সরেজমিনে যাওয়ার পূর্বেই রাজিব মালোত তাঁর উপর সন্ত্রাসী হামলার চেষ্টা করে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ