শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে

দুদক এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করা হয়

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ০৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

** অভিযান ০১ নং
জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পে নানাবিধ অনিয়ম, বিধি-বহির্ভূত কার্যক্রম পরিচালনা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। অত:পর টিম প্রকল্পের বিভিন্ন ব্যয় সংক্রান্ত নথিপত্র, প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ দলিলাদি সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্রসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনাপূর্বক এবং তথ্য ও প্রাপ্ত প্রমাণাদি বিশ্লেষণপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

 

***অভিযান ০২ নং
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলনগর, লক্ষ্মীপুর -এ চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে আগত রোগী ও স্বজনদের সাথে কথা বলে এবং সার্বিক চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করে।

এ সময় চিকিৎসকদের অনুপস্থিতি, নার্স সংকট এবং কর্তব্যরত এমবিবিএস চিকিৎসকের অনুপস্থিতিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্তৃক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে দেখা যায়, যা রোগীদের প্রাপ্য মানসম্পন্ন সেবাকে বাধাগ্রস্ত করছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। এছাড়াও, রোগীদের জন্য নির্ধারিত খাবারের তালিকায় রুই মাছ, মসুর ডাল ও সবজি থাকার কথা থাকলেও বাস্তবে রুই মাছের পরিবর্তে কমমূল্যের তেলাপিয়া মাছ সরবরাহ করা হয়েছে মর্মে পরিলক্ষিত হয়। অধিকন্তু খাবারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কম পাওয়া গেছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

 

**** অভিযান ০৩ নং
জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রয়ে অনিয়ম ও যাত্রীসেবা সংক্রান্ত অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম যাত্রীবেশে টিকিট বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের একপর্যায়ে দেখা যায়, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয়ের সময় অধিকাংশ যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা হচ্ছে।

 

এছাড়াও স্টেশন এলাকায় যাত্রী বিশ্রামাগারের চেয়ারসমূহ ভাঙা ও পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় বিদ্যমান থাকায় যাত্রীদের দুর্ভোগ প্রকটভাবে পরিলক্ষিত হয়। উক্ত অনিয়মসমূহ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত স্টেশন মাস্টারকে অবহিত করা হয় এবং অবৈধভাবে দখলকৃত স্টেশনের জায়গা থেকে দোকানপাট অপসারণসহ যাত্রী ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও অভিযানকালে সংশ্লিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্রসমূহ পর্যালোচনার পর কমিশনের সিদ্ধান্তের জন্য টিম কর্তৃক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ