একের পর এক হরিণ ধরার ফাঁদ উদ্ধার হচ্ছে সুন্দরবন বন্ধের এই সময়ে। প্রতিবছর বন্ধের এই ৩ মাস বন্য অপরাধ বৃদ্ধি পায়। সীমিত লোকবল নিয়ে প্রাণপণ চেষ্টা করেও বন বিভাগ পারছে না আশানুরূপ ভাবে চোরা শিকারীদের গ্রেপ্তার করতে।
সুন্দরবনে পর্যটকদের প্রবেশ করার যে ৯ মাস সে সময় বন্য আপরাধ কমে যায় তা আজ প্রায় প্রমাণিত। কারণ সশস্ত্র বহনকর্মীর উপস্থিতিতে পর্যটকরা প্রবেশ করে। তাই বিস্তীর্ণ এলাকা অপরাধমুক্ত থাকে। সংশ্লিষ্টদের কাছে অনুরোধ বিষয়টা বিবেচনা করে পর্যটকদের নিষেধাজ্ঞার আওতা মুক্ত এবং বন্ধের ৩ মাসে বনজীবিদের আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য।