বরগুনা জেলাধীন “ফুলঝুড়ী স্কুল এন্ড কলেজ” র সিনিয়র শিক্ষক (সাবেক) বাবু নিরোদ স্যার ফুলঝুরি বাজারের দীর্ঘ দিনের ঔষধ ব্যাবসায়ী স্যারেরই স্কুলজীবনের ছাএ (মোতালেব মুন্সী )ও স্যারের ভিতরে ঔষধের দরদাম নিয়ে কথার কাটাকাটি হয় । এক পর্যায়ে মোতালেব মুন্সী উত্তেজিত হয়ে স্যারের গায়ে হাত তুলে।
ফুলঝুড়ী স্কুল এন্ড কলেজ” র প্রাক্তন ছাত্রছাত্রীসহ এলাকার সর্বস্তরের জনগন এই ধরনের জঘন্য কর্মকান্ডের জন্য ঔষধ ব্যাবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্যারের উপর এই ন্যাক্কার জনক হামলার তিব্র নিন্দা ও বিচার চায় এলাকাবাসী।
এমন কর্মকান্ডের ধীক্কার জানায় তারা এবং অনতিবিলম্বে প্রকাশ্যে শ্বাস্তির দাবি জানাচ্ছে।
সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি খুব ভালো করে ক্ষতিয়ে দেখছেন।