শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে

জামালপুরে জামায়াতে ইসলামী আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

১৩ মার্চ বৃহস্পতিবার জামালপুর শহরে দড়িপাড়া বাইপাস এলাকায় কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা শাখা জামায়াতে ইসলামী উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী।

 

 

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী বলেন, বিগত ১৬ বছর কোন নির্বাচনে জামায়াতে ইসলামী ভোট দিতে পারে নাই। উপরন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা চেয়েছি প্রতিটি সেক্টরে সমান সংস্কার করতে হবে। সংস্কার শেষ না করে নির্বাচন দিলে আবার যদি ভোট ছিনতাইয়ের নির্বাচন হয়।

 

 

এমন নির্বাচন জামায়াতে ইসলামী চায় না। সব সংস্কার করে জনগণের ভোটের অধিকার আগে নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচন হবে। আবার আমরা এটাও চাই না যে সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করা হোক। অতএব এই সরকারের কাছে আবেদন, সকল পর্যায়ে সংস্কার করে শিগগির নির্বাচন আমাদের দিতে হবে।

 

 

পরিচালনা করেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুস আওয়াল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল,

 

 

জামায়াতে ইসলামী জেলা শাখার সাবেক আমীর আইনজীবী নাজমুল হক সাঈদী, আইনজীবী শামসুল হক, জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ, শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, শিবির জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ