সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে সাইবার ক্রাইম মামলায় সুজিত মল্লিক (৩২) গ্রেফতার। মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে ‘সংখ্যানুপাতিক’ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ
নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে ‘সংখ্যানুপাতিক’ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

অন্তবর্তীকালীন সরকারের কাছে আগামী সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী ব্যবস্থাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের মুক্তমঞ্চে বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি অন্তবর্তীকালীন সরকারের কাছে এই আহবান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করলে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলো কম করে হলেও একটি আসন পাবে। এতে রাজনৈতিক দলগুলো তাদের সৎ যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সমৃদ্ধ আইন সভা করতে পারবে। তাই দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘শেখ হাসিনা ভারতের সেবাদাস হয়ে রাষ্ট্র চালিয়েছে। এখন সে সেখানেই পালিয়ে গেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমাদের নেতাদের অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সেই মঞ্চেই তার ফাঁসি আয়োজন প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমীর মোকলেসুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী এনায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম আল-বারাদী, বাংলাদেশ জামায়াত ইসলামীর ফরিদপুর অঞ্চলের সদস্য মাওলানা আবদুস সোবাহন খান, ফরিদপুর জেলা আমীর বদরউদ্দিন সহ অন্যরা।

———-

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ