শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ ইসরাইল ও হামাসের

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করার জন্য পাল্টাপাল্টি দোষারোপে জড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইল। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি।

 

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

হামাস এক বিবৃতিতে বলেছে, দখলদার সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন নিয়ে নতুন শর্ত আরোপ করেছে, যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে।

সংগঠনটি জানিয়েছে, তারা নমনীয়তার পরিচয় দিচ্ছে এবং কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা এগোচ্ছে।

অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস মিথ্যাচার করছে, আগেই পৌঁছানো সমঝোতাকে অস্বীকার করছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে।

তবে তিনি যোগ করেছেন, ইসরাইল তাদের জিম্মি নাগরিকদের মুক্ত করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার সন্ধ্যায় পুনরায় নিশ্চিত করে বলেছেন, নিরাপত্তা অঞ্চল এবং বাফার জোন প্রতিষ্ঠা করতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় তার দেশ। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

কাৎজের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন জিম্মি হস্তান্তর চুক্তি এবং যুদ্ধ বন্ধ রাখার সংবেদনশীল আলোচনা চলছে। এ বক্তব্য গাজায় ইসরাইলি বন্দিদের মুক্তির প্রচেষ্টা সম্পর্কে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগের বিবৃতির বিপরীত।

গাজা-মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোর পরিদর্শনের সময় কাৎজ সেনা কর্মকর্তাদের বলেছেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি তৈরি করার জন্য অসাধারণ কাজ করছেন।

 

তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলোর দ্বারা ব্যবহৃত টানেল এবং সামরিক অবকাঠামোসহ ভবিষ্যতের হুমকি রোধ করতে ইসরাইলি সেনাবাহিনী গাজার উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে।

 

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ