শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে

বরিশাল ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

রিপোর্টার :
Oplus_131072

সংবাদটি শেয়ার করুন....

 

স্টাফ রিপোর্টার।। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল ক্যাডেট কলেজের ৪৪ তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।

সোমবার কলেজ প্রাঙ্গণে সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এবং এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাডেটদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে নিজেদের গড়ে তোলার আহবান জানান। তিনি আরও বলেন ক্যাডেটদের উচিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্যরূপে গড়ে তোলা এবং দেশমাতৃকার সেবায় নিজেদের উৎসর্গ করা। ক্যাডেট কলেজের শৃঙ্খলাপূর্ণ জীবন নিঃসন্দেহে তাদের জীবনের অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল রাইহান আহমেদ বলেন, বরিশাল ক্যাডেট কলেজ দক্ষিণবঙ্গের তথা এ দেশের শিক্ষাক্ষেত্রে এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এ কলেজের ক্যাডেটরা তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। এসএসসি ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৬ জন ক্যাডেটের সকলেই জিপিএ ৫ অর্জন করতে সক্ষম হয় ও এইচএসসি ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৮ জন ক্যাডেটের সকলেই জিপিএ ৫ অর্জন করতে সক্ষম হয় এবং ফলাফলের বিবেচনায় বরিশাল ক্যাডেট কলেজ বরিশাল শিক্ষা বোর্ডে সেরা হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া এইচএসসি পরীক্ষার্থী ৪১তম ব্যাচের ক্যাডেটদের মধ্য থেকে ১৪ জন ১ম বারের প্রচেষ্টাতেই আইএসএসবিতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

প্রধান অতিথি বিজয়ী ক্যাডেটদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। তিনটি হাউসে বিভক্ত (শহীদ সোহ্রাওয়ার্দী, শের-ই-বাংলা এবং শরিয়তউল্লাহ) প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ২৬টি ট্রাক ইভেন্ট ও ১৯টি ফিল্ড ইভেন্টে তিনদিন ব্যাপি এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ শেরে-ই-বাংলা হাউস বিজয়ী ও শহীদ সোহ্রাওয়ার্দী উপবিজয়ী হয়। সার্বিকভাবে বিজয়ী হয়ে শেরে-ই-বাংলা হাউজ চ্যম্পিয়ন ট্রফি অর্জনের গৌর লাভ করে। সমাপনি অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্যাডেট ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ