১৮ আগষ্ট সোমবার মৎস দিবসের প্রতিপাদ্য হলো অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার জাতীয় মৎস সপ্তাহ পালিত হয়েছে। অদ্য ১৮ আগষ্ট খ্রিস্টাব্দ তারিখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে হর্টিকালচার সেন্টার পুকুর, জামালপুরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা জনাব আ ন ম আশরাফুল কবীর। উক্ত অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর জনাব জিন্নাত শহীদ পিংকি, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব জাকিয়া সুলতানা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।