১৮ আগস্ট সোমবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সদর ইউনিয়নের গঙ্গাপাড়া কালীবাড়ী খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে হাফিজুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট, রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই যুবক সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
জানাগেছে, হাফিজুর রহমান ইসলামপুর পৌরসভার পশ্চিম ভেঙ্গুরা গ্রামে নানিবাড়িতে বেড়াতে এসেছিলেন। ১৭ আগস্ট দুপুরে তিনি মামাত ভাইয়ের সাথে গঙ্গাপাড়া কালীবাড়ী খালে জাল দিয়ে মাছ ধরতে যান। সাঁতার না জানায় হঠাৎ হাফিজুর রহমান গভীর পানিতে ডুবে যান। মামাতো ভাইয়ের ডাক চিৎকারে স্বজনের দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। হাফিজুর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
ইসলামপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান , খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ডুবুরিদল সেখানে গিয়ে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে নিখোঁজ হাফিজুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।