১৭ আগষ্ট রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝলরচর বাজার জিঞ্জিরাম নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসী
জোড়দাবি জানান।
ঝালরচর বাসীর কান্না যেন কেউ দেখেনা। মাস, বছর, যুগের পর যুগ অতিবাহিত হলেও এখানকার নদীর ভাঙ্গন প্রতিরোধে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয়নি। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর বাজার, ঝালরচর ব্রিজ, ঝালরচর জামে মসজিদ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ব্রহ্মপুত্র নদের ভাংগনে বিলীন হবার পথে।
বাহাদুরাবাদ ইউনিয়ন বি এন পি র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ছৈমুদ্দিন এ সাংবাদিকদের জানান, আমাদের বহুদিনের এ ব্যাথা, দুঃখ যেন দেখার কেউ নেই। শত শত মানুষের বাসা বাড়ি বিলীন হয়েছে নদীতে। আবাদী জমি, মসজিদ, বাজার, ব্রীজ ভাঙ্গনের মুখে। যে কোন সময় নদী ভাঙ্গনে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী রাস্তা ভেঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। দ্রত বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোদে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানান।
এ ক্যাটাগরির আরো নিউজ...