যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় কুমিল্লা কর্তৃক আয়োজিত অত্যন্ত আনন্দঘন পরিবেশে যুব দিবস পালিত হয়। যুব সমাজের স্বপ্ন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাকে উদযাপন করার একটি বিশেষ দিন যেখানে যুবরা তাদের সৃজনশীলতা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনার প্রেরণাতে উদযাপন করে।
উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তা, সংগঠক ও আত্মকর্মীদের সৃজনশীল সৃষ্টিকর্ম ও সামাজিক কর্মকাণ্ডে স্বীকৃতি স্বরূপ সনদ ও স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আমাকে একজন” সফল যুব সংগঠক” হিসেবে “যুব উন্নয়ন অধিদপ্তর”, কুমিল্লা কর্তৃক স্মারক লিপি ও সনদ প্রদান করা হয় ।
আমি মনে করি এই সম্মাননা স্মারক আমার দ্বায়িত্বকে আরও কয়েকগুনে বাড়িয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সংগঠন”এন এস ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের “ সকলের প্রতি। আমি কৃতজ্ঞ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি,আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কুমিল্লার যুব অভিভাবক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা।
১৩ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ
মোঃ আল মামুন স্টাফ রিপোর্টার কুমিল্লা