৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার জামালপুর জেলার এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
৩০ জুলাই বুধবার কলেজ অডিটোপ্রধানরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্ণেল মো. রাশিদুল ইসলাম খানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো শহীদুল্লাহ।
এ সময় জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
এসময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন গঠনে আরও মনোযোগী ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।