জামালপুরের ইসলামপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে শনিবার ৯ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। প্রধান অতিথি হিসেবে ছিলেন উক্ত সমিতির সভাপতি ও সুরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী । বিশেষ অতিথি সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুস সালাম, পাঁচ বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বুলবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না বেগম,পুরারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক – শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাজেদুল ইসলাম। পরে অবসরপ্রাপ্ত শিক্ষককে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।