বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে অবস্থিত সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের নবগঠিত গর্ভনিংবডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, বরগুনা ২ আসনের সাবেক সদস্য ও নবগঠিত কলেজ গর্ভনিংবডির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মণি।
উক্ত পরিচিত সভায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো ফারুক, নবগঠিত কলেজ গর্ভনিংবডির দাতা সদস্য, বিশিষ্ট শিল্পপতি মোঃ হারুন অর রশিদ। এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কলেজ গর্ভনিংবডির সদস্য ও রায়হান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম, গর্ভনিংবডির সদস্য ও কাকচিড়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা তারেক হোসেন উজ্জ্বল জমাদ্দার। নবগঠিত কলেজ গর্ভনিংবডির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম।
পরিচিতি সভায় কলেজের শিক্ষার মানোন্নয়নে নবগঠিত গর্ভনিংবডির সদস্যরা তাদের পরিকল্পনা তুলে ধরেন। নবগঠিত কলেজ গর্ভনিংবডির সভায় আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষকগণ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উক্ত কলেজের সকল শিক্ষার্থীরা।