জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর তীরের পাশে আখ খেতে অজ্ঞাত আনুমানিক (৫৩) বছর বয়সী এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার নৌকা ঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই অজ্ঞাত ব্যক্তির ভিডিও ও ছবি ভাইরাল হয়। ছবি দেখে তার সন্ধান মিলে। মরদেহের বাড়ি বকশিগঞ্জ থানাধীন বাট্টাজোর গ্রামের মৃত. আব্দুর রশিদ মন্ডলের ছেলে জিয়াউল হক ওরফে রতন মন্ডল।
স্বজনদের ভাস্যমতে তার পারিবারিক বিষয় নিয়ে সামান্য কথা-কাটাকাটি করে সোমবার বাড়ী থেকে বেরিয়ে আসার পর থেকে বাড়ীতে আর ফিরেনি। মরদেহটি বর্তমানে জামালপুর মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সম্ভবত লাশটি একদিন আগের হতে পারে । ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।