৯ জুলাই বুধবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের ৪ শতাধিক শিক্ষার্থীদের বিনামুল্যে মশারি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ৯ জুলাই বুধবার বিকেল ৩টায় স্কুল ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. এহছানুল হক মঞ্জু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন।
ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি বাকিবিল্লাহর আর্থিক সহায়তায় মশারি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-প্রধান শিক্ষক মোহন তালুকদার।
সংক্ষিপ্ত আলোচনা করেন-এসএমসি’র সদস্য রেজাউল করিম রেজা, ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরুল্লাহ, সহকারি প্রধান শিক্ষক হাজী আব্দুল আহাদ প্রমুখ।