সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে সাইবার ক্রাইম মামলায় সুজিত মল্লিক (৩২) গ্রেফতার। মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

রাজিবপুরে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের টি আর, কাবিখা ও কাবিটার কাজ না করেই বিল উত্তোলনে পি আই ও এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে

মোঃ আমজাদ হোসেন, রাজিবপুর ,(কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রাম জেলাধীন চর রাজিবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান এক ভয়ংকর দানব রুপি মানুষ। এর অতিরিক্ত লোভ লালসা আছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউ পি সদস্য বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইউ পি সদস্যরা বলেন ১৫% টি আর প্রকল্পে এবং কাবিখা ও কাবিটার প্রকল্পে ২০% টাকা ঘুষ দিতে হয়েছে পূর্বেই প্রতিটি প্রকল্পের ১ম কিস্তিতেই বিল উত্তোলনে সময়,পি আই ও আতাউর রহমান কে।

 

আতাউর রহমান পরে আরো ১০% অতিরিক্ত টাকা ঘুষ নিয়েছে বলে শোনা যায় । গত ০৬/০৫/২৫ ইং তারিখে ৩৩২,নং এডি ও ১৪/০৫/২০২৫ ইং তারিখে ৩৮২ নং এডি করা এবং সর্বশেষ ১৮/০৬/২০২৫ ইং তারিখে ৩৩৯,নং এডি করা বাই পোষ্টে আবেদন করেছি তথ্য ফর্মে।

তাহার শিকার উক্তির রিসিভ কপি আমার নিকট আছে।,২০২৪-২০২৫ অর্থ বছরের ১ ম,২য়, এবং ৩য় পর্যায়ের বরাদ্দের টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের তালিকা, এস্টিমেট ও তালিকা ভুক্ত প্রকল্পের মাটির কাজ করার পূর্বের ও পরের ছবি এবং ভিডিও,ই-মেইল এর মাধ্যমে প্রাপ্তির আবেদন করেছি তথ্য ফর্মে তথ্য সংগ্রহ করার লক্ষ্যে সংবাদ দাতা হিসাবে।

আমাকে তথ্য আইন অনুযায়ী তা দেওয়া হয়নি বরং মৌখিক ভাবে চাইতে গেলে আমাকে ভয় দেখিয়ে বলেন, আমাকে ঘামাতে চাইলে আপনাকেই আগে অধিক পরিমাণে ঘামতে হবে মনে রাখিয়েন । এতে করে তথ্য আইন লঙ্ঘন করেছে।

 

পি আই ও,এর সঙ্গে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের যোগ সাজোস আছে বলে মনে করেন জনগণ । জনতা এতে করে বুঝার বাকি রাখেনি যে, পি আই ও আতাউর রহমান ঘুষ খায়নি / দুর্নীতি করেনি।ঘুষ খেয়েছে বলেই ৩০ শে জুনের পূর্বে কোনো প্রকল্প দেখতে যায়নি বলেন নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ইউ পি সদস্যরা।

আনা গুনা শোনা যায় অতিরিক্ত ১০% আরো বেশি ঘুষ নিয়েছে ।তার প্রমাণ ৩রা জুলাই মাসে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের বাজেটের প্রকল্প দেখতে যায় ১ম বারের মতো ইউ এন ও ফজলে এলাহীর সঙ্গে। কথায় আছে না বুবুর কবর কোথায় আর দুলাভাই কান্দে কোথায় !

 

মে, জুন -এ- ২ মাস ভরা খড়া মৌসুমে খোঁজ নেয়নি প্রকল্পে মাটি কাটালো কি না? বর্ষার মৌসুমে খোঁজ নিতেছে প্রকল্পের মাটির কাজ করা হয়েছে কি না? কারন এখন তো আর মাটি কাটার সময় না বলেন জনগণ, বর্ষার মৌসুমে মাটি পাওয়া মুস্কিল।

 

২৪-২৫ অর্থ বছরের বাজেটের বিল কি জুলাই, আগষ্ট সেপ্টেম্বর করা যায় কি না তা আমার বোধগম্য নয়। ২৪ শে জুন থেকে ৩০ শে জুন এ- পর্যন্ত চর রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম ও গঞ্জে ঘুড়ে খোঁজ খবর নিয়ে জানা গেছে এবং দেখা গেল অদ্যবধি কোথায়ও বরাদ্দ কৃত প্রকল্পের নামে সাইনবোর্ড লাগানো নাই জনগনকে অবগত করানোর জন্যে।

 

সাইন বোর্ড প্রকল্পের কাজের প্রথমেই থাকবে কি না জনগণ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানতে চায়।জনগণের সাথে সাক্ষাৎ করে জানা গেছে যে কিছু কিছু যায়গায় কিছু কিছু প্রকল্পে যৎ সামান্য করে মাটির কাজ করেছে যাহা বিগত বছরের তুলনায় অনেক অনেক গুনে কম,তাই জনগণ মন খারাপ করে বলেন,আপনারা সাংবাদিক মানুষ, সমাজের দর্পণ আপনারা তুলে ধরেন যাতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারে চর রাজিবপুর উপজেলার পি আই ও আতাউর রহমান ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের বাজেটের প্রকল্প সমূহের যথার্থ কাজ করিয়ে নেয়-নি ।

 

আইনি প্রক্রিয়ায় সুষ্ঠভাবে তদন্ত করে ন্যায় বিচার করা সহ শাস্তির দাবি করেন,বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সাহেবের নিকট। প্রকল্পের কাজের বিষয়ে এবং ঘুষ নেয়ার বিষয় -পি আই ও আতাউর রহমান এর নিকট মোবাইল ফোনে বারংবার যোগাযোগ করেও জানার সুযোগ হয়নি,কারন পি আই ও আতাউর রহমান তার মুঠোফোন বন্ধ করে রেখেছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহীর নিকট জানতে চাইলে বলেন, সকল প্রকল্পের ১ম কিস্তির বিল করে দিয়েছি কাজ করানোর জন্য এবং ২য় কিস্তির বিল দেওয়া হবে কাজ দেখে। ৩০ শে জুন ২০২৪-২৫ অর্থ বছর শেষ ।বিল কি করে দিবেন?


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ