৭ জুলাই সোমবার বেলা ১১ টার সময় শেরপুর জেলায় নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, ৫ জন আহত হয়েছে।
সাত মাসের সন্তানের নিথর দেহ পড়ে আছে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়। অপরদিকে মুমূর্ষু পিতা-মাতাকে নেওয়া হয়েছে ৫০ কিলোমিটার দূরের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহত শিশুটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতির একমাত্র সন্তান। এ দুর্ঘটনায় শিশুটির পিতা-মাতাসহ মোট ৫ জন আহত হয়। আহতদের মধ্যে অন্যরা হলেন- সি এন জি চালক বাবলা (৪০), নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইমরান (৩৫), পূর্বধলা উপজেলার সেতু(২০)।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.মালিহা নুজাত জানান, এ দুর্ঘনায় একটি শিশু নিহত হয়েছে। এছাড়া আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার বাস ও সি এন জি আটক করেছে। এ ঘটনায় নকলা থানায় মামলার প্রস্তুতি চলছে।