রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা! মাদারীপুরে সাংবাদিক মোঃ মোহাম্মদ এমদাদুল হক এর পিতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ পরিদর্শন জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১৯-০৬-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অনামিকা সুলতানা , স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অভিযান-১
ঠাকুরগাঁও সদর উপজেলাধীন আকচা ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ২০২২-২৩ অর্থবছরের কাবিটা সাধারণ বরাদ্দ দিয়ে ২ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে পরিষদের ভেতরে ২১ মিটার দীর্ঘ আরসিসি রাস্তা নির্মাণ প্রকল্প সম্পন্ন করা হয়।

 

পরবর্তীতে, পরিষদের তৎকালীন চেয়ারম্যান একই অর্থবছরে এলজিএসপি থোক বরাদ্দ দিয়ে একই রাস্তা নির্মাণ দেখিয়ে (আকচা ইউপি হতে নুর মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, যা মূলত পরিষদের ভেতরের রাস্তাটিই) ৫ লক্ষ টাকার অধিক উত্তোলন করেন মর্মে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ দুদক পায় টিম। অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরেই ইএসডিও কর্তৃক নির্মাণকৃত একটি লাইব্রেরী সরকারি খাতে দেখিয়ে প্রায় ২ লক্ষ টাকা আত্মসাতের একটি দুর্নীতির বিষয় প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়।

 

অন্যদিকে, পরিষদ সংলগ্ন প্রায় ৪০ টি দোকান ভাড়া বাবদ এককালীন প্রায় ২০ লক্ষ টাকা (প্রতিটি ৫০ হাজার) আদায় করা হলেও তার কোন নথি পরিষদে নেই মর্মে ইউপি সচিব দুদক টিমকে অবহিত করেন।

 

এছাড়া, দোকান হতে দীর্ঘ ৫ বছর যাবৎ আদায়কৃত ভাড়ার কোন তহবিল পরিষদে নেই মর্মে প্যানেল চেয়ারম্যান টিমকে জানান। সার্বিক বিশ্লেষণে উল্লিখিত ইউনিয়িন পরিষদে ব্যাপক অর্থ আত্মসাৎ হয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অভিযান-২
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ‘বাতিল’ কারিকুলামের উপর প্রশিক্ষণের আয়োজন করে রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষকদের নিয়ে চলমান তিন দিনের ট্রেনিংয়ের বিস্তারিত তথ্যাদি, ট্রেনিং মডিউল, ট্রেনিংয়ে সরবরাহকৃত উপকরণ ও উপকরণ ক্রয় সংক্রান্ত সকল তথ্যাদি পর্যালোচনা করে। টিম জানতে পারে, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বর্তমানে উক্ত ট্রেনিংয়ের সকল কার্যক্রম বন্ধ আছে। অভিযানে সংগৃহীত তথ্যাবলি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অভিযান-৩
সড়ক ও জনপদ বিভাগ (সওজ), ঝালকাঠি -এর আওতাধীন নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের শিমুলতলা থেকে মাদারঘোনা পর্যন্ত ০৪ (চার) কিলোমিটার রাস্তার সীলকোট -এর কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্টকালীন সরেজমিন পরিদর্শনকালে নিয়োগকৃত প্রকৌশলীগণের উপস্থিতিতে উক্ত ৪ কিমি রাস্তার সীলকোট এর কাজের সঠিকতা যাচাইপূর্বক পরিমাপ গ্ৰহণ করা হয়। অতঃপর অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি সংগ্ৰহ করা হয়। নিরপেক্ষ প্রকৌশলীগণের মূল্যায়ন/পরিমাপ প্রতিবেদন এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাসাপেক্ষে এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ