আগামীকাল ২০ মে২০২৫ খ্রি.রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় সিএমপি স্কুল এন্ড কলেজ, দামপাড়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে ১ ঘন্টা পুর্বে প্রবেশপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
অদ্য ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে লিখিত পরীক্ষা গ্রহনে নিয়োজিত অফিসার্স ও ফোর্সদের করনীয় সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন।
তিনি অফিসার্স ও ফোর্সদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সততার সাথে দায়িত্ব পালনের আদেশ প্রদান করেন।
এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।