বিনোদন আর সুন্দর কর্মপরিবেশ তৈরীতে পুলিশ লাইন্স মাঠে সিনিয়র ও জুনিয়র পুলিশ সদস্যদের অংশগ্রহনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। ১৭মে২০২৫খ্রি.রোজ শনিবার বিকাল ৩:৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ অফিস একাদশ বনাম পুলিশ লাইন্স একাদশ এর অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয়।
উক্ত ম্যাচে পুলিশ লাইন্স একাদশ ক্রিকেট দল ৫ উইকেটের ব্যবধানে ১০৪ রানের টার্গেট পূরণ করে পুলিশ অফিস একাদশ ক্রিকেট দলকে পরাজিত করে।
ম্যাচ শেষে প্রধান অতিথি বলেন, সুস্থ থাকতে এবং শারীরিকভাবে ফিট থাকতে খেলাধুলার বিকল্প নেই।
চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইনের অফিসার্স ফোর্সগণ উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন।
এ ধরনের ম্যাচ আয়োজনে বিনোদনের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুনিয়র পুলিশ সদস্যদের দুরত্ব কমিয়ে সুন্দর কর্মপরিবেশ তৈরীতে সহায়ক হবে বলে আমরা আশা করি।