১৭মে ২০২৫খ্রি.রোজ শনিবার শেরপুর জেলায় নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ ধুমপান ও জাতীয় তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা এবং ঈদুল-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে শনিবার সকালে নকলা উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সোহেলুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল,
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, নকলা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব ও সহকারি প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, জেলা বিএনপি’র সাবেক সদস্য এনামুল হক রিপন, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল প্রমুখ।
সভায় আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, ধুমপান ও জাতীয় তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন এবং ঈদু-উল-আজহা উদযাপন উপলক্ষ্যে বিশেষ করে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহসড়কের পাশে নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে পশুর হাট নিয়ে সৃষ্ট যানজট নিরসন ও কোরবানির পশুর বর্জ্য অপসারণে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়ে।
সভায় সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী সামছুল হক রাকিব, নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উরফা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, ধুমপান ও জাতীয় তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।