৩০ এপ্রিল বুধবার জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৩০ এপ্রিল বুধবার দুপুরে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব সাংবাদিকদের জানান “আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।” মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে। তিনি ২০১৯ সালে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এদিকে মাদারগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মোর্শেদুর রহমান মিল্টন ( ৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধার পর মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফিরোজ মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ...