বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন”

খালেদা পারভীন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

১৭এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম মহোদয় পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ এর ক্রিকেট মাঠে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বর্নাঢ্য ক্রীড়া টুর্ণামেন্ট আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেন।

 

অ্যাডিশনাল আইজিপি মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

 

তাঁদের মানসিক ও চিত্ত বিনোদনের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে বর্তমান বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ ক্রিকেট খেলা নিয়ে আইজিপি কাপ আয়োজন করা হয়েছে।

 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং এ জন্য কমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভাপতি বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ”বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব” দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আরো সমৃদ্ধ হবে।

 

পরবর্তীতে, এসব খেলোয়াড়গণকে বিসিবির আন্ডারে পর্যাক্ত ও যথাযথ কোচিং এর ব্যবস্থা করা হবে, যাতে পুলিশের এসব প্রতিভা সঠিক পথের দিশা পায়। অদূর ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ জনাব মোহাম্মদ মাকছুদের রহমান, বিপিএম।

 

 

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ এর আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ টুর্নামেন্টে বিভিন্ন ইউনিটের মোট ১৯ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসসি ও ডিএমপি পরস্পরের মুখোমুখি হয়, বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি ড্র হয়।

 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ এর সন্মানিত ডিআইজি জনাব একেএম আওলাদ হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর ডিআইজি (এডমিন ও ফিন্যান্স), ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), অধিনায়ক, ৫ এপিবিএন; উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সার্পোটিং স্টাফ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ