নেপাল চীন এক্সিকিউটিভ কাউন্সিল সম্মেলন কাঠমুন্ডুতে ১৪ ই এবং ১৫ ই এপ্রিল ২০২৫ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটিতে বাংলাদেশ থেকে অংশ নিতে দেশ ছেড়েছেন এয়ার ভাইস মার্শাল #জনাব_মোঃ_আলতাফ_হোসেন_চৌধুরী(অবঃ) এবং ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি।
#জেনারেল_ফাইজুর_রহমান(অবঃ)
এয়ার ভাইস মার্শাল #মোঃ_ফখরুল_আজম(অবঃ)
অ্যাডভোকেট #জনাব_মোঃ_রোকন_উদ্দিন_মিয়া।সহ-সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
দেশত্যাগের আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে বসে দেশবাসীর কাছে কাছে দোয়া চেয়েছেন।