বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

মাদারগঞ্জে গাজায় ইসরায়েলের গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি
oplus_1024

সংবাদটি শেয়ার করুন....

১২ এপ্রিল শনিবার গাজায় ইসরায়েল বাহিনীর নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুবসংঘের বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

কর্মসূচি উপলক্ষে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

 

বিক্ষোভ মিছিলে ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েলি পণ্য বয়কট বয়কটসহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি তোলেন।

 

 

জামালপুর জেলা আহলে হাদিস আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর  জেলা আহলে হাদিস আন্দোলনের সাধারণ সম্পাদক শায়খ কামারুজ্জামান বিন আব্দুল বারী,

 

 

জেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা বদিউজ্জামান তালুকদার, জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মুছা আলী আনছারী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইউসুফ আলী,

 

 

সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আহলে হাদিস আন্দোলনের যুব বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, জামালপুর দক্ষিণ জেলা আহলে হাদিস যুবসংঘের সভাপতি মাসুদ বিন আব্দুল্লাহ, সহ-সভাপতি মনজুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম,

 

 

সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিন সলিম, প্রচার সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আহলে হাদিস যুবসংঘের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আল আওনের সভাপতি আব্দুল আলীম।

 

 

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের উপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। বক্তারা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ