করাচি পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে
এপ্রিল ১২, ২০২৫
পবিত্র ভূমি ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশের মতো কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রাজিবপুরেও গর্জে উঠেছে প্রতিবাদের ধ্বনি।
মানবতার বিরুদ্ধে সংঘটিত এ নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নেমেছে রাজিবপুরের বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজিবপুর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ড-এর উদ্যোগে এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজিবপুরের বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে একাত্মতা প্রকাশ করেন ফিলিস্তিনবাসীর সঙ্গে।
“গাজা এখন লাশের শহর”, “ফিলিস্তিনের শিশুদের বাঁচতে দাও”, “ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র”, “ফিলিস্তিনের রক্তে রঞ্জিত মানবতা-আমরা চুপ থাকব না” এমন হৃদয়বিদারক ও প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় রাজিবপুরের প্রধান প্রধান সড়ক দর্শন করে থানা মোড়ে উপস্থিত হবে।