শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

যারা আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাদের সঙ্গে জোটগত নির্বাচন করব : (ফয়জুল করীম)

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বেতাগী উপজেলা (বরগুনা) প্রতিনিধি

মোঃ আল আমিন

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণে কাজ করে। আমাদের প্রথম টার্গেট হলো জোটগত নির্বাচন করা। যারা আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাদের সঙ্গে জোটগত নির্বাচন করব।’

বুধবার (২৯ জানুয়ারি) বরগুনার বেতাগী পৌর অডিটরিয়াম মাঠে জনসভায় এ কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন মানুষের কল্যাণে কাজ করে। শুধু মানুষ নয়, গোটা মাকলুকাতের জন্য কাজ করে। আমাকে এক গাঁজাখোর প্রশ্ন করে হুজুর, আমার ভয় করছে কী অবস্থা হবে। তখন আমি বললাম তুমি কি মসজিদে বসে গাঁজা সেবন করতে পারবে, পারবে না।

ইসলাম যখন কায়েম হবে তখন গোটা বাংলাদেশ একটা মসজিদে পরিণত হবে।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন এমন সংগঠন যারা দেশের পরিবর্তন চায়, সমাজের পরিবর্তন চায়। যে ডাকাত সে তো ডাকাতি বন্ধ করতে পারে না। যে দুর্নীতিবাজ, সে তো দুর্নীতি বন্ধ করতে পারে না, যে ঘুষখোর সে তো ঘুষ বন্ধ করতে পারে না।

নিজে ভালো হতে হবে তবে গোটা সমাজ ও দেশ ভালো হবে।’

সমাজের প্রতিটি মানুষের উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, ‘আমি ভালো হলে সমাজকে ভালো করবো, আমি চুরি করলে সমাজে বড় চোর বলে গণ্য হতে হবে। এজন্য আমাকে ভালো হতে হবে।’

তিনি বলেন, ‘যারা ধানের শীষে নির্বাচন করে, তারা ধান কাটতে পারে না। যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা লাঙলের নির্বাচন করে, তারা লাঙল চালাতে পারে না কিন্তু যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার নির্বাচন করে, তারা সবাই হাতপাখা চালাতে পারে।

ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে যারা নির্বাচন করে, তারা সবাই  হাতপাখা চালাতে পারে। ধনীরা পারে, গরিবরা পারে, ছোটরা পারে বড়রাও পারে, পুরুষরা পারে মহিলারাও পারে। মুসলমানরা পারে হিন্দুরাও পারে। ইসলামী আন্দোলনের হাতপাখা হলো শান্তির প্রতীক।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুছ ছালাম এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা সৈয়দ মুহাম্মাদ আলাউদ্দিনের সঞ্চালনায় জনসভায় বক্তৃতা করেন বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে সিরাজুল ইসলাম বারী মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ