রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা! মাদারীপুরে সাংবাদিক মোঃ মোহাম্মদ এমদাদুল হক এর পিতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ পরিদর্শন জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মান করা থেকে বিরত থাকতে হবে আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য ক্ষমতায় আসার সুযোগ করে দেন। আপনারা নিরাপদে থাকতে পারবেন, অমুসলিমদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

দীর্ঘ ১৭ বছর পর শনিবার সকালে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলার নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

 

 

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমির জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল।

উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জেলা শুরা সদস্য মীর হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, নায়েবে আমির বাদশা ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, পৌর সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা মঞ্জুর হোসেন, কুমিল্লা মহানগর শুরা সদস্য খোরশেদ আলম মজুমদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাউসার আলম প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ