রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা! মাদারীপুরে সাংবাদিক মোঃ মোহাম্মদ এমদাদুল হক এর পিতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ পরিদর্শন জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মাতৃহারা হাতিশাবকটি ডুলাহাজারা পার্কে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

 

ক্সবাজারের টেকনাফের বনে শাবক জন্ম দিয়েই মারা যায় একটি বুনোহাতি। সেই হাতির শাবকটি আশ্রয় পেয়েছে জেলার চকরিয়ায় অবস্থিত ডুলাহাজারা সাফারি পার্কে। রোববার রাত থেকেই ওই পার্কের বন্যপ্রাণী হাসপাতালের কর্মীদের স্নেহে আছে শাবকটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যং রেঞ্জের হরিণখোলা বুড়াবনিয়া বনে রোববার শাবক প্রসব করে একটি হাতি। প্রসবকালীন জটিলতায় ওই হাতিটির মৃত্যু হয়। তবে শাবকটিকে সুস্থ অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তাদের কাছ থেকে সংবাদ পেয়ে বন বিভাগের কর্মীরা সেটিকে উদ্ধার করে হোয়াইক্যং বন বিটের কার্যালয়ে নিয়ে আসেন। মৃত মা হাতিটিকেও সেদিন মাটিতে পুঁতে ফেলা হয়।
স্থানীয় বন বিভাগের কর্মীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। তাদের নির্দেশনায় রোববার রাত সাড়ে ১১টার দিকে হাতিশাবকটিকে ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই লালন-পালন ও চিকিৎসা চলছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মাজহারুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার হওয়া হাতিশাবকটি পুরুষ। সেটিকে নিয়মিত লেকটোজেন-১ পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হচ্ছে। এ ছাড়া শীত নিবারণের জন্য গায়ে সার্বক্ষণিক কম্বল জড়িয়ে দেওয়া হয়েছে। শাবকটি এখনও সুস্থ রয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, বছর তিনেক আগেও চট্টগ্রামের বাঁশখালী থেকে তিন মাস বয়সী আরেকটি স্ত্রী হাতিশাবক এখানে আনা হয়। ওই সময় সেটির অবস্থা ছিল মরণাপন্ন। হাসপাতালের চিকিৎসক-কর্মীরা চিকিৎসা দিয়ে সেটিকে সুস্থ করে তোলেন। পরে দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ