বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ জন যুবকের মাঝে মোট ২২ লাখ ৫ হাজার টাকা এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য আরও দুইজনকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এসময় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যুবকদের সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। মাদক থেকে দূরে থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো যাবে না।” তিনি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন অনুপ্রেরণাদায়ক উদাহরণ তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কবির হোসেন, বিএনপির আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক, সদস্য সচিব এম কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন, এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট কাইয়ুম খান সোহাগ, এবং শিবিরের সভাপতি রাকিব হাসান।
অনুষ্ঠানে বক্তারা যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার গৃহীত নানা উদ্যোগের প্রশংসা করেন এবং আরও প্রশিক্ষণ ও সহায়তার আহ্বান জানান।
উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব অনুদান বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।