জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদারের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট, মঙ্গলবার পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
পরে বাউসি পপুলার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সরিষাবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ। পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।