২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা অডিটরিয়ামে জেলা ও উপজেলা মধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়। জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সজল ভদ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ হোসেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান, দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক বৃন্দ ও শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী।