বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়-যাযাদি
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ‘জাউনিয়ার চর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ‘ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে
মঙ্গলবার (২২জুলাই)ভোররাতে আগুন লেগে স্কুলটি পুড়ে যায় বলে এলাকাবাসী জানান।
তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা কেউ বলতে পারেনি।
প্রত্যক্ষ দর্শী রানা মিয়া জানান,আগুন দেখা মাত্রই প্রথমে ট্রিপল নাইন নাম্বারে ফোন করি। সমাধান না হওয়ায়,মোটর সাইকেল নিয়ে ফায়ার সার্ভিস অফিসে খবর দেই। ফিরে এসে দেখি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
উল্লেখ্য ২০১৬ইং সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। কিন্তু বিল -বেতন না হওয়ায় বিদ্যালয়টির শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
বিদ্যালয়টি বন্ধ থাকায় আশেপাশেের লোকজন বিদ্যালয়ের বারান্দায় খড়কুটো রাখার কাজে ব্যবহার করে আসছে।
এছাড়া প্রতিদিন সন্ধ্যায় মাদকসেবীরা মাদক সেবন করত বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম জানান,আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।