মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তার লালগালিচার সংবর্ধনা প্রত্যাখ্যান খুলনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মন্নুজান সুফিয়ান ও জেডিএল পরিচালক মিজানের বিরুদ্ধে দুদকের চার্জশিট সিএমপি কমিশনার মহোদয়ের সাথে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুর জেলা শিশু কল্যাণ বোর্ড সংক্রান্ত আলোচনা! বরিশালে ৮ দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠান দেওয়ানগঞ্জ যুবদলের আহবায়কসহ ৭ জুয়ারু গ্রেফতার শেরপুর জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত জামালপুরে মেষ্টা ইউপির ওয়ার্ড বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে বাল্যবিবাহ ও মাদকের আগ্রাসন থেকে শিশু কিশোরদের রক্ষায় শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৬ জুলাই বুধবার জামালপুরে বাল্যবিবাহ ও মাদকের আগ্রাসন থেকে রক্ষায় শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার সর্বোত্তম সুরক্ষায় আমাদের অঙ্গীকার” আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত – বাল্যবিবাহকে না বলুন”

 

জামালপুরে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার এক বিশেষ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিশু ও কিশোরদের বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করা। জেলা শিশু কল্যাণ এডভোকেসি নেটওয়ার্ক-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জামালপুর এরিয়া প্রোগ্রাম, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এই আয়োজনটি বাস্তবায়িত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়। তাঁরা উভয়েই বাল্যবিবাহ ও মাদক নির্মূলের প্রয়োজনীয়তা এবং ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা জানান, “শিশুরা যেন নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে বড় হতে পারে, সেটি নিশ্চিত করতে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন।”

 

অনুষ্ঠানের অংশ হিসেবে, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া, জামালপুর ভেন্যুতে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।

পরে, উপজেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জনাব জিন্নাত শহীদ পিংকি, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর, জামালপুর-এর সভাপতিত্বে “রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক র‍্যালি, মশক নিধন অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ