জামালপুরের ইসলামপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল এন্ড কলেজে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। রবিবার ( ২০ জুলাই) ১১টা সময়
ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠানে নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে স্থানীয় অভিভাবক, সুধীজন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন সরকার, মাহবুল হোসেন,ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ছাত্রী সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষার্থীর অভিভাবক আবু সাঈদ।পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।