২০ জুলাই রবিবার শেরপুর জেলার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই শনিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে যুব ভবনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর অরুনাভ দেবনাথ, জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন।