রাজধানী ঢাকার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হলো দেশের বড় ম্যাংগো ফেস্টিভ্যাল। প্রাণ ফ্রুটো ৩ দিনদিন ব্যাপী এই ফেস্টিভ্যালের আয়োজন করে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার রাতে শেষ হয় ম্যাংগো ফেস্টিভ্যাল।
এতে আমের মেলা বসে। সরাসরি রাজশাহীর আম মধ্যেসত্ত্বাভোগী ছাড়াই ক্রয় করে ক্রেতারা। এই আয়োজন চলে ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে ফেস্টিভ্যাল।
ফেস্টিভ্যালে আমের বিক্রয়কেন্দ্র ছাড়াও বিভিন্ন গেইম শো, শিশুদের জন্য খেলাধুলা কর্ণার, ছবি তোলার ফটো কর্ণার ইত্যাদি। এছাড়াও ম্যাংগো ফেস্টিভ্যাল উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয় তিনদিন ব্যাপী৷
কনসার্টে মঞ্চ মাতান জনপ্রিয় সংগীত শিল্পী ঐশী ও ব্র্যান্ডদল ওয়ারফেজ। এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ড দল কনসার্টে গান পরিবেশন করে।