জামালপুরে শহীদদের স্মৃতি সংরক্ষণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে। ১৯ জুলাই শনিবারসরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম, জামালপুর।
এসময় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম- সেবা,জামালপুর; জনাব ডাঃ মোঃ আজিজুল হক (সিভিল সার্জন), জামালপুর; সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোঃ হারুন অর রশিদ এবং অন্যান্য বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল বন বিভাগ, জামালপুর। আন্দোলন চলাকালে গত বছরের ৫ই আগস্ট শাহাদাতবরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁদের নামে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। প্রতিটি শহীদের নামে একটি করে বৃক্ষ রোপণ কার্যক্রম শহীদের আত্মত্যাগকে স্মরণ করার এক ব্যতিক্রমী প্রয়াস।
অনুষ্ঠান শেষে সকলে মিলে চলমান ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।