১৩ জুলাই রবিবার শেরপুর গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনরোধে শেরপুরে জেলা প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। ১২ জুলাই শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড়সহ বিভিন্ন পয়েন্ট থেকে ৩টি বালু বোঝাই ট্রাক জব্দ করা হয়। সহযোগিতা করেন রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্প ও স্থানীয় আনসার সদস্যরা।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন জানায়, চলতি বছরের ৮ এপ্রিল বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী শেরপুরের সকল বালুমহাল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এরপরও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আঁধারে উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ছড়া ও গারো পাহারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে। এসব বালু উত্তোলন বন্ধে গত ১৫ দিনে নালিতাবাড়ী উপজেলায় এ পর্যন্ত ১৭টি ট্রাক আটক করা হয়েছে এবং ৯ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।