শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

ভর্তি পরীক্ষায় সঠিক বিশ্ববিদ্যালয় বাছাই কতটা গুরুত্বপূর্ণ?

বিজয় বারিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে।
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। এই সময়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা তাদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন। যেন দম ফেলার সময় নেই তাদের।

 

তবে এই সময়ে তাঁদের গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে অন্যতম, ভর্তি হতে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন বা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন।

যেকোনো শিক্ষার্থীর জীবনে উচ্চশিক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ এর মাধ্যমেই তিনি কর্মজীবনে কি করবেন বা কতটুকু সফল হবেন, তা অনেকাংশে নির্ভর করে। সেক্ষেত্রে নিজের জন্য সঠিক বিশ্ববিদ্যালয় বাছাই করাটা গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয় বাছাই করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ। ভর্তি ইচ্ছুক ছাত্রী কী বিষয়ে পড়তে চান বা কোন অনুষদের বিষয়ে ভর্তি হতে চান। দেখা যায় যে, একেক ধরনের বিষয়ে একেক বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হয়।

 

আবার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সামগ্রিকভাবে সব বিষয়ে পড়াশোনার মান ভালো। এসব দিক বিবেচনা করে নিজের জন্য সবচেয়ে সহায়ক বিষয় ও বিশ্ববিদ্যালয় বাছাই করতে হবে।

অনেকে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে নিজের এলাকা প্রাধান্য দেন। কেউবা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চান। অনেকে ভর্তির পরের আর্থিক বিষয়গুলোও চিন্তা করেন।

কারণ কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে। সেক্ষেত্রে কিছুদিন বাইরে বেশি খরচ করে থাকতে হয়, যেটি অনেকের সামর্থের মধ্যে থাকে না।

এসব কিছু বিবেচনা করেই নিজের জন্য সেরা বিশ্ববিদ্যালয়টি বাছাই করতে হবে শিক্ষার্থীদের। তবে মনে রাখতে হবে, শুধু একটি বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকায় রাখা চলবে না।

 

কারণ, এখন যোগ্য শিক্ষার্থীর সংখ্যা অনেক। প্রতিদ্বন্দ্বীও বেশি। তবে আশার কথা, এখন ভালো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক। সুতরাং একাধিক বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকায় রেখে যে কোনো একটিতে ভর্তি হয়েই সফল হওয়া সম্ভব।

সর্বশেষ কথা হলো, বিশ্ববিদ্যালয় বাছাই করাটা গুরুত্বপূর্ণ হলেও এটি জটিল কিছু নয়। অনেক ভালো বিশ্ববিদ্যালয় থেকে নিজের জন্য সবদিক খেয়াল রেখে সেরাটাই বাছাই করতে হবে। তবে মূল কথা হলো, যে বিশ্ববিদ্যালয়েই ভর্তি হন না কেন, যদি নিজে ভালো পড়াশোনা করে কাঙ্ক্ষিত ফলাফল করা যায়, তাহলে কর্মজীবনে সাফল্য লাভের পথে কোনোকিছুই বাধা হয়ে দাঁড়াবে না।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ