রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা! মাদারীপুরে সাংবাদিক মোঃ মোহাম্মদ এমদাদুল হক এর পিতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ পরিদর্শন জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে   মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

 

মো: তরিকুল ইসলাম (শুভ)
কলাপাড়া উপজেলা প্রতিনিধি,

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে প্রধান দুই কর্মকর্তা এম ডি ও পি.ডি’র অপসারণ ও গ্রেফতারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ, গ্রেফতার ও একইসঙ্গে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুবকদের আট দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান সমন্বয়ক মোঃ রবিউল আউয়াল অন্তরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোঃ মাহবুব আলম নাঈম, মোঃ শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, মেহেদী হাসান ইলিয়াস, মোঃ জামাল মৃধা, বিলকিস বেগম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির কারণে স্থানীয় জনগণ ভূমি অধিগ্রহণের ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন। তাছাড়া, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

তারা তাদের ৮ দফা দাবিতে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরেন:

# দুর্নীতিতে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ ও আইনের আওতায় আনা।

# ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান।

# স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

# তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি কমানোর কার্যকর

উদ্যোগ।

# স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়ন।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি:

বক্তারা বলেন, “আমাদের দাবি মানা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। স্থানীয় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আয়োজকরা জানান, এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ