মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে   মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

 

মো: তরিকুল ইসলাম (শুভ)
কলাপাড়া উপজেলা প্রতিনিধি,

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে প্রধান দুই কর্মকর্তা এম ডি ও পি.ডি’র অপসারণ ও গ্রেফতারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ, গ্রেফতার ও একইসঙ্গে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুবকদের আট দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান সমন্বয়ক মোঃ রবিউল আউয়াল অন্তরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোঃ মাহবুব আলম নাঈম, মোঃ শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, মেহেদী হাসান ইলিয়াস, মোঃ জামাল মৃধা, বিলকিস বেগম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির কারণে স্থানীয় জনগণ ভূমি অধিগ্রহণের ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন। তাছাড়া, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

তারা তাদের ৮ দফা দাবিতে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরেন:

# দুর্নীতিতে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ ও আইনের আওতায় আনা।

# ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান।

# স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

# তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি কমানোর কার্যকর

উদ্যোগ।

# স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়ন।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি:

বক্তারা বলেন, “আমাদের দাবি মানা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। স্থানীয় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আয়োজকরা জানান, এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ