২২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার জামালপুর জেলার বেলা ৩ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জামালপুর এর সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজ এর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়।
উক্ত টিম জামালপুর পৌরসভাধীন বোর্ডঘর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুকুল নামক মাদক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি করে। তল্লাশি করে ১৩৫০ এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয় এবং আলামত জব্দ-পূর্বক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান।